আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর, ২০১৮

বাণিজ্যযুদ্ধে ভারতকে পাশে চায় চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধে ভারতকে পাশে চাইছে চীন। ভারতে চীনের দূতাবাস থেকে বুধবার দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। দূতাবাসের মুখপাত্র কাউন্সিলর জি রং বলেন, বিশ্বের সবচেয়ে বড় দুই উন্নয়নশীল দেশ এবং সবচেয়ে উদীয়মান বাজার হিসেবে চীন ও ভারত পরস্পরের প্রতি নির্ভরতার সম্পর্ক সংস্কারের পথে খুবই গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। উভয় দেশের অর্থনীতি উন্নত হচ্ছে এবং এজন্য উভয়েরই স্থিতিশীল বৈদেশিক পরিবেশ প্রয়োজন।

সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। উভয় দেশ পরস্পরের পণ্যের ওপর দফায় দফায় কোটি কোটি ডলার শুল্কারোপ করছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র জিং বলেন, যুক্তরাষ্ট্র ‘জাতীয় নিরাপত্তা’ বা ‘ন্যায্য বাণিজ্যের’ নামে একতরফা বাণিজ্য সংরক্ষণবাদের যে চর্চা শুরু করেছে তাতে শুধু চীনের অর্থনৈতিক উন্নতিই ক্ষতিগ্রস্ত হবে না, বরং এটি ভারতের বৈদেশিক পরিবেশেরও ক্ষতি করবে। বহুপক্ষীয় বাণিজ্যনীতি এবং মুক্ত বাণিজ্যের মাধ্যমে চীন এবং ভারত উভয়ই লাভবান হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close