আন্তর্জাতিক ডেস্ক

  ১১ অক্টোবর, ২০১৮

মেয়েকে নিয়ে স্বজনপ্রীতির ভয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে না। ট্রাম্প আরো বলেছেন, এ পদে ইভাঙ্কাকে নিয়োগ দেওয়া হলে তার মেয়ে বিশ্বস্ততা হারাবেন এবং তিনি নিজে স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্ত হবেন।

গত মঙ্গলবার আকস্মিকভাবে জাতিসংঘ রাষ্ট্রদূতের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। এরপর অনেকেই বলাবলি করছেন, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে মেয়ে ইভাঙ্কাকে নিয়োগ দিতে পারেন ট্রাম্প। আইওয়াতে এক সমাবেশে যোগ দিতে যাওয়ার আগমুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, সবাই জানে ইভাঙ্কা এ পদের জন্য একজন শক্তিশালী প্রার্থী এবং বিশ্বের যেকোনো ব্যক্তির চেয়ে বেশি যোগ্য হবেন। কিন্তু আপনারা জানেন, আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হবে, কথাটি আপনারা বিশ্বাস করতে পারেন।’

ডায়ানা পাওয়েল এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং চলতি বছরের প্রথম দিকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close