আন্তর্জাতিক ডেস্ক

  ১১ অক্টোবর, ২০১৮

ইভাঙ্কা বললেন, ‘আমি সেই ব্যক্তি নই’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির পদত্যাগের পর এ পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কাকে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ইভাঙ্কা গত মঙ্গলবার এক টুইটার বার্তায় এ গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি জানি যে, নিকি হ্যালির জায়গায় প্রেসিডেন্ট একটি দুর্দান্ত নিয়োগ সম্পন্ন করবেন। তবে সেই ব্যক্তি আমি নই।’

গত মঙ্গলবার আকস্মিকভাবে নিকি হ্যালি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর অনেকেই বলাবলি করছেন, জতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে ইভাঙ্কাকে নিয়োগ দিতে পারেন ট্র াম্প। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ইভাঙ্কা তার কোটিপতি বাবার হয়ে কাজ করেছেন। এ ছাড়া বর্তমানে তিনি হোয়াইট হাউসের একজন অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

পাশাপাশি ইভাঙ্কার ইহুদি স্বামী জারেড কুশনার হচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক উপদেষ্টা। কুশনার ও ইভাঙ্কা দুজনকেই হোয়াইট হাউসের প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close