আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০১৮

ভারতের পুনেতে বিলবোর্ড ভেঙে চারজনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের রাস্তার পাশে থাকা বিলবোর্ড ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার বিকালে বিলবোর্ডটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ গাড়ির ওপর ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। এরই মধ্যে তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ৪০ ফুট উচ্চতার বিলবোর্ডটি ভেঙে পড়ার সময় ট্রাফিক সিগন্যালের কারণে সেখানে বেশ কয়েকটি গাড়ি অপেক্ষমাণ অবস্থায় ছিল। পুনে শহরের জুন্না বাজার এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন শামরাও গাগান্ধর কাসর (৭০), শায়াম রাজারাম ধোত্রে (৪৫), জাভেদ মিছবাউদ্দিন খাঁন (৪৯) এবং শিবাজি দেভদাস পরদেশি (৪০)। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১০টি যানবাহন ছিল। এর মধ্যে ছয়টি অটোরিকশা, একটি প্রাইভেট কার এবং তিনটি টুহুইলার ছিল। দুর্ঘটনায় দুইটি অটোরিকশায় থাকা চার ব্যক্তির মৃত্যু হয়। বিকাল বেলা বলে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ কম ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, দিনের অন্য সময়ে ওই সড়কে আরো অনেক বেশি গাড়ি থাকে। ফলে তখন দুর্ঘটনা ঘটলে প্রাণহানি আরো বেশি হতো। সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close