আন্তর্জাতিক ডেস্ক

  ০২ অক্টোবর, ২০১৮

কেরালার বন্যায় বহু লোককে বাঁচানো জেলের মৃত্যু

কেরালার বন্যার সময় যারা প্রথম উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে অনেক লোকের প্রাণ বাঁচিয়েছিলেন তাদের অন্যতম মৎস্যজীবী জিনেশ জিরোম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে তামিলনাডুর কন্যাকুমারিতে নিজের মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যাওয়ার পর পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন ২৩ বছর বয়সী জিরোম। গুরুতর আহত অবস্থায় থিরুভানানথাপুরমের একটি হাসপাতালে ভর্তি করার পর শনিবার সকালে তার মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যম এ কথা জানায়। আগস্টে কেরালার ভয়াবহ বন্যার সময় তিনি প্রায় ১০০ লোকের প্রাণ বাঁচিয়েছিলেন বলে জানিয়েছে দ্য স্টেটসম্যান। কেরালার বন্যার সময় প্রকাশিত বহু ছবিতে তাকে কোমড় সমান পানিতে নেমে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। নিজের জীবন তুচ্ছ করে বহু লোকের প্রাণ বাঁচানোয় ভারতজুড়ে বীরের মর্যাদায় প্রশংসিত হয়েছিলেন তিনি। কাজের জন্য তিনি কন্যাকুমারিতে গিয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। রোববার শেষকৃত্যের পর থিরুভানানথাপুরম জেলার নিজ গ্রাম পল্লিভিলাকামে তাকে কবর দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close