আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

সৌদি বাদশাহকে এরদোয়ানের হুশিয়ারি

মুসলিম বিশ্ব বিপজ্জনক চ্যালেঞ্জের মুখে

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে মুসলিম বিশ্বের বিপজ্জনক চ্যালেঞ্জ নিয়ে হুশিয়ারি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় এরদোয়ান এই হুশিয়ারি জানিয়ে বলেন, এই অবস্থায় মুসলিম বিশ্বের স্থিতিশীলতা প্রয়োজন।

এরদোয়ান বলেন, ইসলামী বিশ্ব এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্য যেকোনো সময়ের চেয়ে এখন শান্তি ও স্থিতিশীলতা বেশি প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ লক্ষ্যে সংহতি জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। আরব অঞ্চলে একাধিক সংঘাত চলমান রয়েছে। বিশেষ করে সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ জড়িয়ে পড়েছে।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট ইরান সমর্থিত হুতি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অভিযানে বেসামরিক হত্যায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিচ্ছে তুরস্ক। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close