আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা সোলিহ জয়ী

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বিরোধীদলীয় জোটের প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে এমনটি দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের এ পরাজয় অপ্রত্যাশিত। কারণ ইয়ামিনের জয় নিশ্চিত করতে পাতানো নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিল নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে সোলিহ ১৬ শতাংশ ভোট বেশি পেয়েছেন বলে ৯২ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে। নিউজ ওয়েবসাইট মিহারুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৪৩ মিনিটে ৪৭২টি ব্যালট বাক্সের মধ্যে ৪৪৬টির ভোট গণনা শেষে দেখা গেছে বিরোধীদলীয় নেতা সোলিহ ১৬ দশমিক ৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন।

সোমবার ভোরে দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলেও সোলিহ ৫৮ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে। এসব ফলাফল আসার পর রাজধানী মালেতে ইবু নামে পরিচিত সোলিহ বলেছেন, ‘সুখের মুহূর্ত এটি, আশার মুহূর্ত। ব্যালট বাক্সে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। তাদের বার্তা জোরালো ও পরিষ্কার। মালদ্বীপের জনগণ পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার চায়। প্রেসিডেন্ট ইয়ামিনকে জনগণের ইচ্ছা মেনে নিয়ে সংবিধান অনুযায়ী নির্বিঘেœ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাচ্ছি।’

ভোরে নির্বাচন কমিশনের ফলাফল প্রকাশিত হওয়ার পর পুরো দ্বীপপুঞ্জজুড়ে উৎসব ছড়িয়ে পড়ে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। বিরোধীদলীয় সমর্থকরা সোলিহর মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) হলুদ রঙা পতাকা নিয়ে রাস্তÍায় নেচে-গেয়ে উল্লাস করে। ফল ঘোষণার পর ইয়ামিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close