আন্তর্জাতিক ডেস্ক

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

‘গরু আমাদের অক্সিজেনও দেয়’

ভারতের পশুপালন বিষয়কমন্ত্রী রেখা আর্য দাবি করেছেন, গরুই একমাত্র প্রাণী যারা শুধু অক্সিজেন গ্রহণই করে না, আমাদের অক্সিজেনও সরবরাহ করে। গরুকে ‘রাষ্ট্র মাতা’ ঘোষণা করতে রাজ্য সভায় বিলের প্রস্তাবে গো-মূত্রের ওষুধি গুণাবলি বর্ণনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার ভারতের উত্তরাখন্ড রাজ্যে গরুকে ‘রাষ্ট্র মাতা’ মর্যাদার দাবিতে একটি রেজুলেশন পাস হয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে রাজ্যসভায় রেজুলেশনটি পাস হয়। এ রেজুলেশন খুব শিগগিরই কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হবে।

ওই প্রস্তাবের আলোকে গো-মূত্রের ওষুধি গুণাবলি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে পশুপালন বিষয়কমন্ত্রী আরো বলেন, ‘গরুকে ‘মাতৃত্বের অবতার’ হিসেবে বিবেচনা করা হয়। নবজাতকের জন্য মায়ের শালদুধের পর গরুর দুধই বৈজ্ঞানিকভাবে সবচেয়ে উত্তম।’ গরুকে রাষ্ট্র মাতার মর্যাদা দেওয়া হলে ভারতজুড়ে গরু রক্ষা আরো জোরদার হবে বলেও মন্তব্য করেন এই মন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close