আন্তর্জাতিক ডেস্ক

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

বাহিনী সিরিয়াতেই থাকবে : হিজবুল্লাহ

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিরিয়ায় হিজবুল্লাহর সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছেন সৈয়দ হাসান নসরাল্লাহ।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দামেস্কের অন্যতম প্রধান মিত্র, লেবাননের ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান এ কথা বলেছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভাষণে ইদলিবের বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে হওয়া সমঝোতাকে সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের পথে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করে এর প্রশংসা করেছেন তিনি।

‘ইদলিবের ফয়সালার পরও আমরা সেখানে (সিরিয়ায়) থাকব। সেখানে আমাদের উপস্থিতির বিষয়টি সিরিয়ার নেতাদের প্রয়োজন ও ইচ্ছার সঙ্গে সম্পর্কিত’ বলেছেন হাসান নসরাল্লাহ।

‘যুদ্ধক্ষেত্রের শান্ত অবস্থা ও হুমকি হ্রাস স্বাভাবিকভাবেই (হিজবুল্লাহ যোদ্ধাদের) বর্তমান সংখ্যার ওপর প্রভাব ফেলবে। কেউ জোর করে আমাদের সিরিয়া থেকে বের করতে পারবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা সেখানে থাকব’ যোগ করেন তিনি।

সাত বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির সামরিক বাহিনীকে সীমান্তের দুই পাশেই গুরুত্বপূর্ণ সমর্থন জুগিয়েছে লেবাননের শিয়া হিজবুল্লাহ বাহিনী। হিজবুল্লাহর সহায়তায় সিরীয় বাহিনী হাতছাড়া হয়ে থাকা বহু অঞ্চল পুনরুদ্ধার করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close