আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

ইমরানের জন্য খোলা হলো কাবা শরিফের দরজা

প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের এক মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সৌদি পৌঁছেছেন ইমরান খান। বুধবার তিনি পবিত্র ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য পবিত্র কাবা শরিফের দরজা খোলা হয় এবং তিনি পবিত্র কাবা শরিফের ভেতরে প্রবেশ করার সুযোগ পান। সে সময় তিনি মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

সাধারণত সবার জন্য কাবা শরিফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। কিন্তু সৌদি সফরে এই সুযোগ পেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত এবং কিছু সময় কাটানোর পর মঙ্গলবার সন্ধ্যায় জেদ্দায় পৌঁছান তিনি।

ইমরান খান দেশটির বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মক্কার সহকারী আমির আবদুল্লাহ বিন বানদার, দেশটির গণমাধ্যম বিষয়কমন্ত্রী ডা. আওয়াদ আল আওয়াদ, জেদ্দার মেয়র সালেহ আল তুর্কি, সৌদিতে পাকিস্তানের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আল মালকি এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফরে গেলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী ইমরান খানের সফরসঙ্গী হিসেবে এ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশী, অর্থমন্ত্রী আসাদ উমর এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। এরপর ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আবুধাবিতে যাবেন তিনি। যেখানে তার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close