আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আফগানিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার কর্মকর্তারা হেলিকপ্টারটি বিধ্বস্তের কথা জানিয়েছেন। তবে তারা জঙ্গি হামলার কথা অস্বীকার করেছেন।

সম্প্রতি তালেবান যোদ্ধারা আফগান ও বিদেশি সেনাদের ওপর হামলা জোরদার করেছে।

এতে করে সেনা ও সরঞ্জামের পরিবহনের জন্য আকাশ পথের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে সরকারি সেনারা। কিন্তু পর্যাপ্ত দক্ষতা ও দুর্বল পরিকল্পনার অভাবে নিয়মিত দুর্ঘটনায় পড়ছে হেলিকপ্টার।

ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানান, সর্বশেষ বিধ্বস্তের ঘটনাটি কারিগরি জটিলতার কারণে ঘটেছে। এটা কোনো জঙ্গি হামলা না। তিনি বলেন, হেলিকপ্টারটি কারিগরি জটিলতায় বিধ্বস্ত হয়েছে। তালেবানের ছোড়া গোলাতে নয়। কাবুলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে। এতে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করা হচ্ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close