আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

জম্মুতে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের কিশতয়ার জেলায় একটি মিনি বাস সড়ক থেকে পিছলে গিরিখাদে পড়ে অন্তত ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। যাত্রীবাহী বাসটি কেশওয়ান থেকে কিশতয়ার যাচ্ছিল। পথে থাকরাইয়ের কাছে দানদারানে এ দুর্ঘটনা ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৩ জন মারা গেছেন বলে জানান কিশতয়ার পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শক রাজেন্দ্র গুপ্ত। আহত হয়েছেন আরো ১৩ জন, তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে জম্মু নিয়ে যাওয়া হয়েছে। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল। গত এক মাসে কিশতয়ারে এটি তৃতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ২১ অগাস্ট যাত্রীবাহী একটি গাড়ি গিরিখাদে পড়ে ১৩ তীর্থযাত্রী প্রাণ হারায়।

তার একদিন আগে দুইটি গাড়িতে বিশাল আকারের পাথর পড়ে সাত জন নিহত এবং ১৩ জন আহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close