আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

দুর্বল হয়ে পড়েছে হারিকেন ফ্লোরেন্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যেতে থাকা ফ্লোরেন্স দুর্বল হয়ে দুই মাত্রার হারিকেনে পরিণত হয়েছে। বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি), তবে এর পরও এই হারিকেনটির প্রভাবে প্রাণঘাতী জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি (এনএইচসি) জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ফ্লোরেন্স সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ থেকে ৫২০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে রয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার ফ্লোরেন্সের কেন্দ্রটি নর্থ ও সাউথ ক্যারোলাইনার উপকূলে কাছে পৌঁছবে, এরপর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার এটি আরো অগ্রসর হয়ে নর্থ ক্যারোলাইনার দক্ষিণ ও সাউথ ক্যারোলাইনার পূর্ব উপকূলের কাছে অথবা ওপরে অবস্থান করবে বলে জানিয়েছে এনএইচসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close