আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

ইরাকে হামলা নিয়ে ইরানকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরাকে তেহরানের মিত্রদের হামলায় কোনো মার্কিনি আহত হলেও বা মার্কিন কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে ‘দ্রুত ও নিশ্চিতভাবে জবাব’ দেওয়া হবে বলে ইরানকে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে এ হুশিয়ারি জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। সম্প্রতি বসরায় মার্কিন কন্স্যুলেটে ও বাগদাদে মার্কিন দূতাবাস কম্পাউন্ডে হামলায় বাধা না দেওয়ার জন্য বিবৃতিতে ইরানকে অভিযুক্ত করেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান, ইরাকে তার প্রতিনিধিদের তহবিল, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সমর্থন দিলেও তাদের এসব হামলা থামানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। কোনো হামলায় যুক্তরাষ্ট্রের সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত অথবা আমাদের কোনো নাগরিক আহত হলে তার জন্য তেহরান সরকারকে দায়ী হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকানদের জীবন রক্ষায় আমেরিকা নিশ্চিতভাবে দ্রুত জবাব দিবে। শুক্রবার বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে তিনটি মর্টার বোমা গিয়ে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী।

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বাগদাদের ওই গ্রিনে জোনের ভেতরে। পাশাপাশি এখানে ইরাকের পার্লামেন্ট ভবন, সরকারি বিভিন্ন দফতর ও অনেক বিদেশি দূতাবাসও আছে। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম গ্রিন জোনের ভেতরে মর্টার বোমা হামলা চালানো হলো।

অপরদিকে, বসরায় মার্কিন কন্স্যুলেটটির অবস্থান বিমানবন্দরের কাছে। শনিবার সেখানে রকেট হামলা হয়। তবে এ হামলায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সরকারি দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ বসরার প্রতিবাদকারীরা গত সপ্তাহে শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল। বিক্ষোভকারীরা ইরানি কন্স্যুলেটেও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছিল। তারা চিৎকার করে ইরানকে গালাগালি করে। ইরাকের রাজনীতিতে ইরানের প্রভাব বিস্তারের চেষ্টাই এর কারণ বলে ধারণা বিশ্লেষকদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close