আন্তর্জাতিক ডেস্ক

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

আরো ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আমেরিকার সঙ্গে চীনের অর্থনৈতিক যুদ্ধের মধ্যে শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন। চীনা প্রেসিডেন্টের এ সফরকে মস্কো-বেইজিং সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী মঙ্গল ও বুধবার শি জিনপিং রাশিয়া সফর করবেন এবং দূর-প্রাচ্যের বন্দরনগরী ভøাদিভস্টকে দু নেতা বৈঠক করবেন। গত শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। দেশ দুটি যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। এ ছাড়া সিরিয়া ও উত্তর কোরিয়ার মতো জটিল ইস্যুতে অনেকটা একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। চলতি মাসের শেষ দিকে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশাল সামরিক মহড়ায় যোগ দেওয়ার জন্য চীন তিন হাজার ২০০ সেনা ও ৯০০ সামরিক সরঞ্জাম পাঠাবে। স্নায়ুযুদ্ধ পরবর্তী এটাই হবে সবচেয়ে বড় সামরিক মহড়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close