আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

খেসারত...

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের খেসারত দিতে হলো শিক্ষিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। গত বুধবার তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের বৈঠকে দলীয় সংগঠন থেকে তাকে বাদ দেওয়া হয়।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপার রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। তার সঙ্গে কলকাতার মেয়র মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক গড়ে উঠলে তৃণমূল কংগ্রেসে সমালোচনা শুরু হয়। এই সম্পর্ক নিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় তার স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েন।

বিষয়টি জানার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র শোভনকে ভর্ৎসনা করেন। বৈশাখীকে ওয়েবকুপার নেতৃত্ব থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। শিক্ষামন্ত্রী ও ওয়েবকুপার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় গত বৃহস্পতিবার নতুন কমিটি করতে তৃণমূল ভবনে বৈঠক ডাকেন। সেখানে মাত্র ছয় মাস আগে গঠিত কমিটি পুনর্গঠিত করা হয়। ৬৫ সদস্যের নতুন কমিটি হয়। সেখান থেকে বৈশাখীকে বাদ দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close