আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

অন্তর্বাস নিয়ে বিতর্ক

একজন পুরুষ সাংসদ তার নারী সহকর্মীর পোশাক নিয়ে মন্তব্য করে চরম বেকায়দায় পড়েছেন। তার এ ধরনের আচরণের প্রতিবাদে মাঠে নেমে এসেছেন নারীবাদীরা। ঘটনাটি ঘটেছে কেনিয়ায়।

ওই সাংসদকে উদ্দেশ্য করে নারীবাদীরা বলছে, আমার পোশাক, আমার পছন্দ। আমার অন্তর্বাস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।

তারা বলছেন, এর চেয়ে ওই সাংসদের উচিত যেসব কারণে জনগণের নাভিশ্বাস উঠছে সেগুলো নিয়ে কথা বলা। তেলের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তা করা দরকার।

যে নারী সাংসদকে উদ্দেশ্য করে মন্তব্য করার জেরে আন্দোলন শুরু হয়েছে, তিনি বলেন, আমার পোশাক ঠিক আছে বলেই মনে করি। কিন্তু দেশের তেলের মূল্য কারো মতেই ঠিক নেই।

তিনি আরো বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সিদ্ধান্ত নিয়েছে, সে জন্যই তেলের দাম বেড়ে গেছে। যদিও সাংসদদের বড় অংশই অভিযুক্ত পুরুষ সাংসদের পক্ষ নিয়েছেন। তাদের দাবি, সাবিনা কেগ কেনিয়ার সংসদের ড্রেস কোড ভঙ্গ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবেই তার শরীর প্রদর্শন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close