আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

১০০ জন অসুস্থ হয়ে পড়লেন বিমানে

স্বাভাবিক ছন্দেই মাঝ আকাশে উড়ে যাচ্ছিল দুবাই থেকে নিউইয়র্কগামী এমিরেটসের বিমান। ছন্দপতন হলো যাত্রীদের অসুস্থ হয়ে পড়ায়। এমিরেটসের ফ্লাইট ২০৩-এ আচমকা অসুস্থ হয়ে পড়েন ১০০ যাত্রী। বিমানটি নিউইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পরই অসুস্থ যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও অনেকেই এই চিকিৎসা গ্রহণ করতে রাজি হননি বলে খবর।

সূত্রের খবর, ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল ফর ডিজিস কন্ট্রোল জানাচ্ছে, অসুস্থ ১০০ জনের মধ্যে অনেকেই ছিলেন বিমানকর্মী। ৫২১ জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল দুবাই থেকে। তারপরই মাঝ আকাশে ঘটে যায় দুর্ঘটনা। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসা নিয়ে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেসব যাত্রী মক্কা থেকে এসেছেন তাদের মধ্যে কোনো রোগের সংক্রমণ ছিল। সেই থেকেই অসুস্থতা। গোটা ঘটনার কারণ জানার চেষ্টা করছেন মার্কিন স্বাস্থ্যকর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close