আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

জাপানে ২৫ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত

২৫ বছরের মধ্যে জাপানে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। জেবি নামের বৃষ্টিসহ ঝড়ের আঘাতের দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ডুবে গেছে এবং একটি ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। জাপানের আবহাওয়া দফতরের মুখপাত্র আকিরো কিকুচি বলেন, জেবি খুবই জোরে আঘাত এনেছে। ১৯৯৩ সালের পর এত বড় ঝড় দেখা যায়নি।

দেশটির কোস্টগার্ডের মুখপাত্র কেইতা সাকাই বলেন, ঝড়ের আঘাতে ৮৯ মিটার দীর্ঘ একটি ট্যাংকার নড়ে গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাতাসে দেশটির সেতু ও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close