আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

আমেরিকাই জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে : মস্কো

চাপের মুখে আমেরিকাও। সন্ত্রাস দমনে নিষ্ক্রিয়তার অভিযোগে পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি ডলার সাহায্য বাতিল করতে চাচ্ছে পেন্টাগন। আর ঠিক তখনই রাশিয়া দাবি করল, সিরিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছে এই আমেরিকাই। কোথায়, কীভাবে হামলা করতে হবে, সেসবও শেখানো হচ্ছে হাতে-কলমে। সিরিয়ার সরকারের তরফেই তারা এই তথ্য পেয়েছে বলে দাবি রুশ বিদেশ মন্ত্রকের। ওয়াশিংটন সরকারিভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

গতকাল সকালে ঐতিহাসিক শহর পালমাইরায় সিরীয় বাহিনীর হাতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। গ্রেফতার এক। সেই জঙ্গিই জেরায় মার্কিন প্রশিক্ষণের কথা স্বীকার করেছে বলে দাবি বাশার আল আসাদ সরকারের। আল তানফে মার্কিন সেনা জোটের যে ঘাঁটি রয়েছে, সেখানেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে দাবি ধৃতের। নিজেকে ‘দ্য লায়ন্স অব ইস্ট আর্মি’ সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে সে। জানিয়েছে, সেখানে ৫০০ জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়মিত অস্ত্রের জোগানও দিয়েছে মার্কিন সেনা। মস্কোর দাবি, পালমাইরা পুনর্দখলের লক্ষ্যে জঙ্গিরা ধারাবাহিক হামলার ছক কষছে। রাকা এবং দেইর আল জর থেকে কয়েক হাজার ঘরছাড়া এখনো রুকবান উদ্বাস্তু শিবিরে রয়েছেন। এই শিবিরের কাছেই মার্কিন সেনাঘাঁটি। কিন্তু তারাও নীরব দাবি মস্কোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close