আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৮

বালাইনাশক থেকে ক্যানসার : জরিমানা

বহুজাতিক এগ্রো কেমিক্যাল কোম্পানি মনসান্টোর বালাইনাশক ব্যবহারের কারণে ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তিকে ২৮ কোটি ৯০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিবিসির খবরে বলা হয়, বালাইনাশ ও আগাছানাশকে ব্যবহৃত গ্লাইফসেটের কারণে ক্যানসার ঝুঁকির বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হলেও এই প্রথম কোনো জরিমানা বা ক্ষতিপূরণের রায় এলো। ক্যালিফোর্নিয়ার আদালত বলেছে, মনসান্টোর বালাইনাশক রাউন্ডআপ ও রেঞ্জারপ্রোতে থাকা গ্লাইফসেট যে ক্যানসারের ঝুঁকি তৈরি করে তা জানার পরও তারা এ বিষয়ে ক্রেতাদের সতর্ক না করায় ওই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। মনসান্টোর বলে আসছে, ওই ব্যক্তির ক্যানসারের জন্য বালাইনাশকের গ্লাইফসেট দায়ী নয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিতও তারা দিয়েছে। সান ফ্রান্সিসকোতে শুক্রবার ওই রায় ঘোষণার পর মনসান্টোর ভাইস প্রেসিডেন্ট স্কট পার্টরিজ সাংবাদিকদের বলেন, জুরি ভুল বুঝেছেন। বিবিসি লিখেছে, এ মামলার বাদী ডোয়াইন জনসনের মতো আরো অন্তত ৫ হাজার মানুষের করা একই ধরনের মামলা যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে বিচারাধীন। ক্যালিফোর্নিয়ার রায় মনসান্টোর বিরুদ্ধে যাওয়ায় অন্য মামলাগুলোতেও একই ধরনের ফল দেখা যেতে পারে। ডোয়াইন জনসন ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে গ্রাউন্ডস্কিপার হিসেবে কাজ করতেন। ওই স্কুলের মাঠ পরিচর্যা করাই ছিল তার কাজ। আগাছা দমন করতে তিনি ব্যবহার করতেন মনসান্টোর রেঞ্জারপ্রো। ২০১৪ সালে তার ক্যানসার ধরা পড়ে। গ্লাইফসেট বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আগাছানাশক, যদিও এটা জনস্বাস্থ্যের জন কতটা নিরাপদা তা নিয়ে বিতর্ক রয়েছে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার এজেন্সির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, গ্লাইফসেট মানবদেহে ক্যানসারের কারণ হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ দফতর (ইপিএ) বলে আসছে, ‘সাবধানে’ ব্যবহার করলে এর থেকে ক্ষতি হওয়ার কারণ নেই। ইপিএ কী করে এত তাড়াতাড়ি এ ধরনের সিদ্ধান্তে পৌঁছল তা নিয়ে সন্দেহের কথাও বলছেন অনেকেই। সরকারি কর্মকর্তা ও মনসান্টোর মধ্যে কোনো ধরনের আঁতাত আছে কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ। ইউরোপেও গ্লাইফসেটের ব্যবহার নিয়ে তুমুল আইনি লড়াই চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close