আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৮

ভূমধ্যসাগরে মার্কিন সাবমেরিন শনাক্ত করেছিল রাশিয়া

রাশিয়ার একটি ফ্রিগেট এ বছরের এপ্রিল মাসে ভূমধ্যসাগরে একটি মার্কিন সাবমেরিন শনাক্ত করেছিল। রুশ প্রেসিডেন্টে ভøাদিমির পুতিনের কার্যালয় এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানায়। রুশ ফ্রিগেট অ্যাডমিরাল এসেন ওহিও শ্রেণির মার্কিন সাবমেরিনের অবস্থান শনাক্ত করেছিল। প্রায় ১ ঘণ্টা ধরে মার্কিন সাবমেরিনটি রুশ নজরাদারিতে ছিল। এমন সময় মার্কিন সাবমেরিনটির অবস্থান শনাক্ত করে রাশিয়া যখন দেশটির সঙ্গে ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বিরাজ করছিল। সিরিয়ার দৌমায় মার্কিন ও তার মিত্র দেশগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। ওহিও শ্রেণির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বিশ্বের অন্যতম দ্রুতগতির ও শক্তিশালী সাবমেরিনের একটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close