আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৮

খরার কবলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেস

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়ালেসের পুরোটা জুড়ে ছড়িয়ে পড়েছে খরা। কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, শুষ্ক শীতের মৌসুমে খরা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে অস্ট্রেলিয়ায়। অনেকে বলছেন, তাদের জীবদ্দশায় সবচেয়ে তীব্র খরা দেখা দিয়েছে এইবার অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে।

নিউ সাউথ ওয়ালেসে উৎপাদিত হয় অস্ট্রেলিয়ার কৃষিপণ্যের চার ভাগের এক ভাগ। বুধবার রাজ্যটির ১০০ শতাংশ খরায় আক্রান্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।

খরার কবলিত মানুষদের সহায়তায় ফেডারেল সরকার জরুরি ত্রাণ হিসেবে ৪৩ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে।

রাজ্যের প্রাথমিক শিল্পবিষয়ক মন্ত্রী নিয়াল ব্লেয়ার বলেন, রাজ্যের একটি মানুষ নেই যারা আমাদের সম্প্রদায় ও কৃষকদের জন্য এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় করছে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close