আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৮

শ্রীলঙ্কায় বৌদ্ধ মুসলিম দাঙ্গা : ভীক্ষুর ৬ বছর জেল

শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে এক ভীক্ষুকে ছয় বছরের কারাদ- দিয়েছেন দেশটির আদালত। বুধবার এ রায় দেওয়া হয়। কারাদ-প্রাপ্ত ভীক্ষু গত মাসে এক নিখোঁজ সাংবাদিকের স্ত্রীকে ভয় দেখানোর জন্যও অভিযুক্ত হয়েছিলেন। ভীক্ষুর নাম গালাগোদা অ্যাথে নানাসারা। তিনি উগ্রপন্থি বধুবালা সেনা-বিবিএসের প্রধান। এ সংগঠনের বিরুদ্ধে শ্রীলঙ্কায় মুসলিম ও খ্রিস্টানবিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালের পর থেকে মুসলিমবিরোধী সহিংসতা, ঘৃণা ছড়ানোর বক্তব্য এবং আল কোরান অবমাননার অভিযোগ আনা হয়। শুনানির সময় নানাসারা আদালতে চিৎকার করতে থাকেন। আপিল করা হবে বলে জানিয়েছে বিবিএসের কর্মকর্তারা। সংগঠনটির এক কর্মকর্তা এ রায় উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close