আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ আগস্ট, ২০১৮

হাইপারসনিক এয়ারক্রাফটের পরীক্ষায় সফল চীন

অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রায় ১৫০ বছরের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিয়েছে চীন। এবার তাদের নজর সামরিক শক্তিতে। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো হাইপারসনিক এয়ারক্রাফটের সফল পরীক্ষায় চালিয়েছে চীন।

সোমবার এক ঘোষণায় চীন জানায়, উন্নতমানের এ নতুন এয়ারক্রাফটটি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। পাশাপাশি যেকোনো ধরনের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকেও ভেদ করে যেতে সক্ষম হবে এ নতুন এয়ারক্রাফ্ট। চায়না আকাডেমি অব এয়ারোস্পেস এয়ারোডায়নামিকস (সিএএএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার উত্তর-পশ্চিম চীন থেকে স্টার স্কাই-২ লঞ্চ করা হয়। পূর্বনির্ধারিত জায়গা থেকে একটি রকেটের সাহায্যে লঞ্চ করা হয়। শব্দের থেকে পাঁচগুণ বা তার থেকেও বেশি গতিবেগে যেতে পারে এ হাইপারসনিক বিমান। চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, হাইপারসনিকের এ পরীক্ষায় সফল হয়েছে চীন। চীন মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি করপোরেশনের সঙ্গে সিএএএ-এর যৌথভাবে এ হাইপারসনিক এয়ারক্রাফটটি ডিজাইন করেছে। চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের এক গবেষক জানিয়েছেন, এর স্পিড হাইপারসনিক। বেজিং থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। তবে চীন প্রথম হাইপারসনিক এয়ারক্রাফটের পরীক্ষায় সফল হলেও একই ধরনের এয়ারক্রাফট তৈরিতে গবেষণা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close