আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুলাই, ২০১৮

অস্ট্রেলীয় আইএস জঙ্গিকে হস্তান্তর করবে না তুরস্ক

অস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নিল প্রকাশকে হস্তান্তরের আবেদন বাতিল করে দিয়েছেন তুরস্কের এক আদালত। তুরস্কেই তার বিচার শুরু হতে পারে বলে খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। ২০১৬ সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়া ফেরার চেষ্টা করার সময় প্রকাশ তুরস্ককে গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদে তিনি ইসলামিক স্টেটের (আইএস) হয়ে অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলা পরিকল্পনা করার অভিযোগ আংশিকভাবে স্বীকার করেন। গত বছর প্রকাশ আদালতকে বলেছিলেন, ‘আমি আইএসের হয়ে কিছু কিছু কাজ করেছি। কিন্তু ওইসব কাজের জন্য আমি শতভাগ দায়ী নই।’

আইএসের বিভিন্ন প্রচারণামূলক ভিডিওতে তাকে জোর করে কথা বলতে বাধ্য করা হয়েছে জানিয়ে প্রকাশ আরো বলেন, জঙ্গি দলটির প্রকৃত চেহারা সামনে চলে আসার পর তিনি সেখান থেকে ‘পালিয়ে আসেন’। গত বছর মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ‘কয়েক মাসের মধ্যে’ প্রকাশকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তুরস্কের ‘কিলিস ক্রিমিনাল কোর্ট’ প্রকাশকে হস্তান্তর না করার পক্ষে রায় দেন।

আদালতের এই রায় অত্যন্ত হতাশজনক বলে এক বিবৃতিতে জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

তিনি বলেন, ‘আমরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং নিল প্রকাশকে অস্ট্রেলিয়ায় হস্তান্তরের বিষয়ে তুর্কি কর্তৃপক্ষকে রাজি করানোর চেষ্টা অব্যাহত রাখব। মেলবোর্নে জন্ম নেওয়া প্রকাশকে আইএসের বিভিন্ন ভিডিও ও ম্যাগাজিনে দেখা গেছে। অস্ট্রেলিয়ার অভিযোগ, প্রকাশ সক্রিয়ভাবে দেশটির নাগরিকদের জঙ্গিবাদে উসকানি দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist