আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুলাই, ২০১৮

ভারী বর্ষণে নেপালে মৃতের সংখ্যা ৫৬

বর্ষা মৌসুম শুরুতে নেপালে ভারী বর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেপালের নিম্নাঞ্চলসমূহ বিশেষ করে মোরাং, সুনসারী, সাপ্তারি, রাউতাহাট, সারলাহি, দাং ও বেনকে কমপক্ষে ৩৬ জনের মৃতের খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আর্মি, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স দিয়ে এ তল্লাশি অভিযান চলছে। এ ছাড়া আহতদের চিকিৎসা ও ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সতর্কতার সঙ্গে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি বন্যা পূর্বাভাস বিভাগেও সতর্ক বার্তা পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, নেপালের তেরাই অঞ্চলে প্রতি বছরই ভারী বর্ষাজনিত কারণে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঘরছাড়া হন হাজার হাজার মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist