আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুলাই, ২০১৮

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইইউর বিরুদ্ধে মামলার পরামর্শ ট্রাম্পের

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনার বদলে তাকে মামলা ঠুকে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মে একথা জানান। শুক্রবার লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ব্রেক্সিট ইস্যুতে তিনি মে’কে একটি পরামর্শ দিয়েছেন। কিন্তু ট্রাম্পের পরামর্শটিকে মে ‘নির্মম’ আখ্যা দেন এবং তা মেনেও নেননি। বিবিসির এন্ড্রু মার শোয়ের সাক্ষাৎকারে ট্রাম্পের পরামর্শটি কী ছিল জানতে চাওয়া হলে মে বলেন, তিনি আমাকে আলোচনায় যেতে মানা করে ইইউর বিরুদ্ধে মামলা ঠুকে দিতে বলেছিলেন। তবে এ মুহূর্তে আলোচনার মধ্যে থাকার কারণে এটি থেকে সরে যাওয়া উচিত হবে নাÑ এমন কথাও ট্রাম্প বলেছিলেন বলে জানান মে। সাক্ষাৎকারে নিজের ব্রেক্সিট পরিকল্পনার সাফাই দিয়ে মে বলেছেন, এর ফলে যুক্তরাজ্য অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারবে।

জনগণের অবাধ চলাফেরার অবসান ঘটবে এবং ইউরোপীয় কোর্ট অব জাস্টিসের প্রভাবও কমবে। বৃহস্পতিবার প্রকাশিত একটি শ্বেতপত্রে মে’র পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এতে সেবা নয় বরং পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে ইইউর সঙ্গে নিবিড় সম্পর্কের কথা বলা হয়েছে। মে বলেন, আমরা চাই আলোচনার টেবিলে বসে ব্রিটেনের জন্য সবচেয়ে ভালো একটি চুক্তি করতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist