আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৮

ইসরায়েলবিরোধী এমপিকে ছায়ামন্ত্রী বানালেন করবিন

ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে সরব একজন আইনপ্রণেতাকে ‘ছায়ামন্ত্রী’ বানিয়েছেন ব্রিটিশ লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। নাজ শাহ নামের এই এমপিকে ২০১৬ সালে ইসরাইলবিরোধী বক্তব্য দেওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। খবর বিবিসির।

তিন সন্তানের জননী নাজ শাহ একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। তার এই নিয়োগের পর ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া দেখিয়ে এমপিদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে।

২০১৫ সালে নাজ শাহ এমপি নির্বাচিত হওয়ার আগে ফিলিস্তিনি-ইসরাইল সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি বলেছিলেন ‘ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করলে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হয়ে যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist