আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জুলাই, ২০১৮

তাজমহলে নামাজ পড়তে বহিরাগতদের না

তাজমহলের রক্ষণাবেক্ষণকে প্রাধান্য দিতেই সোমবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে- স্থানীয়রা ছাড়া আর কোনো ব্যক্তি তাজমহলে ঢুকে নামাজ পড়তে পারবেন না। শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে, বিশ্বের সপ্ত আশ্চর্যের অন্যতম তাজমহল। সেখানে বসে নামাজ আদায় করার প্রয়োজন নেই। যদি কোনো বহিরাগত তাজমহলের ভিতরের মসজিদে ঢোকার চেষ্টা করেন তাহলে যেন অবিলম্বে জেলা শাসককে জানানো হয়।

সুপ্রিম কোর্টের রায়ের পর, আগ্রার জেলা শাসক গৌরব দয়াল জানিয়েছেন, আগামীদিনে শুধুমাত্র আগ্রা শহরবাসীরাই মসজিদে ঢুকে নামাজ পড়তে পারবেন। অতিরিক্ত জেলা শাসক কে পি সিং-এর তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতেও বলা হয়েছে বহিরাগতদের অবাধ প্রবেশ তাজমহলের সুরক্ষা বিঘিœত করতে পারে। তাজের সুরক্ষার কথা মাথায় রেখেই জেলা প্রশাসন চলতি বছরের ২৪ জানুয়ারি একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে স্পষ্ট বলা হয়েছিল, বৈধ পরিচয়পত্রসহ আগ্রার বাসিন্দারাই একমাত্র তাজমহলের ভিতরের মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়তে পারবেন। সেই নির্দেশিকার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতেই এই রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত। ফলে আগ্রার বাসিন্দারা ছাড়া কোন পর্যটক নামাজ আদায় করতে পারবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist