আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জুলাই, ২০১৮

আমেরিকা বাদ

ইরান থেকে তেল কিনবে চীনা কোম্পানি

চীনের বেসরকারি তেল কোম্পানি ডংমিং পেট্রোকেমিক্যাল গ্রুপের একজন নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তারা আমেরিকা থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছেন এবং ইরান থেকে তেল কিনতে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে ‘জাপান টুডে’ পত্রিকা এ খবর দিয়েছে। তিনি বলেছেন, চীন সরকার মার্কিন তেল আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে এবং সে কারণে তারা আফ্রিকা ও ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনবেন। চীনা তেল কোম্পানির এ শীর্ষ কর্মকর্তা বলেন, চীন ও আমেরিকার মধ্যকার বাণিজ্য লড়াইয়ের কারণে তারা এ চিন্তা করতে বাধ্য হয়েছেন। চীন সরকারও মধ্যপ্রাচ্য থেকে তেল কেনার ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে জাপান টুডে। জেটিডি এনার্জির কনসালট্যান্ট জন ড্রিসকলের বরাত দিয়ে জাপানি পত্রিকাটি আরো বলেছে, তেল সরবরাহের ইস্যুটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist