আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৮

ট্রাম্পের হুশিয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা বৈষম্য করছে

বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করেছে। আমি আশা করি তারা তাদের অবস্থান পরিবর্তন করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন যে বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্র বৈষম্যের শিকার হয়। সোমবার বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে ট্রাম্প বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক সংস্থা থেকে সরে আসারও হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প বলেছেন, ‘আমরা এখনই কোনো পরিকল্পনা করছি না। তবে তারা আমাদের মূল্যায়ন না করলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব।’

গত সপ্তাহে সংবাদমাধ্যম আজিও জানায়, ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে আসতে চায় যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার বিষয়টি উড়িয়ে দেন অর্থমন্ত্রী স্টিভ নুচিন। রোববার সংবাদমাধ্যমটি দাবি করে, ইতোমধ্যে সংস্থটি থেকে বের হওয়ার প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বাণিজ্য সচিব উইলবার রস অবশ্য বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে কিনা, সেটা এখনই আলোচনার সময় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist