আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৮

আবারও উত্তর কোরিয়া যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উত্তর কোরীয় নেতা কিম জং উন ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে আগামী ৫ জুলাই পিয়ংইয়ং যাবেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরটি জানিয়েছে। এটি হবে পম্পেওর তৃতীয়বারের মতো উত্তর কোরিয়া সফর। এই সফরের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয় গভীর হচ্ছে।

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সময়সীমার কথা জানায়নি। বৈঠকের পর ট্রাম্প অবশ্য দাবি করেন, উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দাবি করেন, কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের কথা বললেও এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয় চলার মধ্যেই সোমবার (২ জুলাই) হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, আগামী ৫ জুলাই পম্পেও উত্তর কোরিযা সফরে যাচ্ছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তি বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। পম্পেও উত্তর কোরিয়া ছাড়াও জাপান, ভিয়েতনাম ও আবুধাবি সফর করবেন।

এর আগে রাষ্ট্রদূত সুং কিমের নেতৃত্বাধীন একটি মার্কিন প্রতিনিধি দল রবিবার (১ জুলাই) উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজামে উত্তর কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের পর এটাই দুই দেশের প্রতিনিধিদের প্রথম মুখোমুখি বৈঠক। এর আগে গত এপ্রিলেও উত্তর কোরিয়া সফর করেছিলেন পম্পেও। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান হিসেবে তখন সফর করেছিলেন তিনি। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত মে মাসে দ্বিতীয়বার পিয়ংইয়ং যান পম্পেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist