আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুলাই, ২০১৮

সৌদি হামলায় বছরে ৭০০ ইয়েমেনি শিশু নিহত

জাতিসংঘ বলেছে, গত বছর নানা সংঘাতে বিশ্বের ১০ হাজারেরও বেশি শিশু নিহত অথবা পঙ্গু হয়েছে, আর কেবল ইয়েমেনেই প্রায় ৭০০ শিশু নিহত হয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায়। শিশু ও সশস্ত্র সংঘাত শীর্ষক ওই প্রতিবেদনে জাতিসংঘ আরো বলেছে, ১০ হাজারেরও বেশি শিশু নিহত বা পঙ্গু হওয়া ছাড়াও গত বছর বিশ্বের নানা অঞ্চলে অনেক শিশু ধর্ষণ, সেনা হতে বাধ্য হওয়া অথবা স্কুল ও হাসপাতালগুলোতে হামলার শিকার হয়েছে।

২০১৭ সালে ইয়েমেন ও মিয়ানমারসহ বিশ্বে শিশুদের অধিকার লঙ্ঘনে ২১ হাজারেরও বেশি ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। গত বছর ইয়েমেনে ১৩০০রও বেশি শিশু প্রাণ হারিয়েছে। আর তাদের অন্তত অর্ধেকই নিহত হয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও স্থল হামলায়। ইয়েমেনে সৌদি হামলায় শরিক রয়েছে আরব আমিরাত। মার্কিন মদদপুষ্ট সৌদি আমিরাতি জোটের হামলায় ইয়েমেনে গত কয়েক বছরে ২০ হাজারেরও বেশি বেসামরিক নারী-পুরুষ ও শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাও হবে অন্তত কয়েক হাজার। সৌদি-আমিরাতি জোট ইয়েমেনে হাসপাতাল ও স্কুলগুলোতেও নির্বিচারে হামলা চালাচ্ছে বলে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের এই রিপোর্ট দেখার পর ক্ষুব্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist