আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জুন, ২০১৮

গাঁজা থেকে মৃগী রোগের ওষুধ

এই প্রথমবারের মতো গাঁজা থেকে প্রস্তুত করা কোনো ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিন্সট্রেশন (এফডিএ)। গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানায়। চলতি বছরের এপ্রিলে ‘এপিডায়োলেক্স’ নামে একটি ওষুধ অনুমোদনের জন্য এফডিএর কাছে সুপারিশ করে উপদেষ্টা কমিটি। তারই ধারাবাহিকতায় এই অনুমোদন দিল এফডিএ। বিবৃতিতে এফডিএ কমিশনার চিকিৎসক ড. স্কট গটলিব বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সফলতা’। যথাযথ পরীক্ষা নিরীক্ষার করে ওষুধের গুণগত মান নিশ্চিত হওয়ার পরই এটিকে অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে এপিডায়োলেক্স প্রস্তুতকারী যুক্তরাজ্যভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘জিডব্লিউ ফার্মাসিউটিক্যালস’ বিবৃতিতে জানায়, এই প্রথম মৃগী রোগের চিকিৎসায় গাঁজাজাত কোনো ওষুধ যুক্ত হলো। এর আগে গাঁজার উপাদান ‘ক্যানাবাইনয়েড’ কৃত্রিমভাবে প্রস্তুত করে ক্যানসারের ব্যথানাশক হিসেবে ও আরো কিছু উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। কিন্তু মৃগী রোগের (ড্রাভেট সিনড্রম, লেনক্স গ্যাসটাউট সিনড্রম ইত্যাদি) চিকিৎসায় এই প্রথম এমন কোনো ওষুধের অনুমোদন দিল সংস্থাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist