আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

অবৈধভাবে ইইউতে ঢুকছে বিশ্বকাপের দর্শক

এশিয়া এবং আফ্রিকা থেকে রাশিয়া বিশ্বকাপ দেখতে আসা অনেক দর্শকই ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকে পড়ছে। জার্মানির গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বেশ কয়েকজন এর মধ্যে ফিনল্যান্ড সীমানা দিয়ে ইইউতে প্রবেশ করেছে।

ইউরোপের বিভিন্ন দেশের সীমান্ত কর্তৃপক্ষের অভিযোগ, রাশিয়ার দুর্বল ভিসা নিয়মের সুযোগ নিয়ে বিশ্বকাপ দেখার নাম করে অনেকেই ইউরোপিয়ান ইউনিয়নের আওতাভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে বা করার চেষ্টা করছে।

এক সপ্তাহ আগে বিশ্বকাপ শুরুর পর থেকে অন্তত পাঁচজন বেআইনিভাবে ফিনল্যান্ডে প্রবেশ করেছে কেবল তাদের কাছে থাকা তথাকথিত ‘ফ্যান আইডি’ ব্যবহার করে। রাশিয়ার নাগরিক নন, এমন ব্যক্তিদের বিশ্বকাপের যেকোনো খেলা দেখতে হলে টিকিট কেনার বিপরীতে ‘ফ্যান আইডি’ সংগ্রহ করতে হচ্ছে। বৃহস্পতিবার জার্মান অনলাইন পত্রিকা স্পিগেল জানায়, এরই সুযোগ নিচ্ছে এশিয়া ও আফ্রিকার দর্শকরা।

ফিনল্যান্ডের প্রশাসনের বরাত দিয়ে স্পিগেল অনলাইন তাদের প্রতিবেদনে জানায়, মরক্কোর তিনজন, একজন নাইজেরিয়ান এবং একজন চীনা বিশ্বকাপ দেখতে এসে ফিনল্যান্ডে প্রবেশের পর দেশটিতে ‘অ্যাসাইলাম’ বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।

এর মধ্যে মরক্কোর নাগরিকরা স্থলপথে সীমান্ত পাড়ি দিয়েছেন। চীনা ব্যক্তি রাশিয়া থেকে বিমানে সরাসরি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে গিয়েছেন।

‘ফ্যান আইডি’ থাকার কারণে বিনা ভিসাতেই রাশিয়ায় থাকার সুযোগ মিলছে দর্শকদের। আর বিশ্বকাপ প্রতিযোগিতা শেষ হওয়ার ১০ দিন পর পর্যন্ত এই আইডিতে রাশিয়ায় থাকার অনুমতি পাচ্ছেন। বিশ্বকাপ শেষ হচ্ছে জুলাইয়ের ১৫ তারিখে।

রাশিয়ার পুলিশের বরাত দিয়ে স্পিগেল অনলাইন তাদের প্রতিবেদনে বলেছে, এছাড়াও আরো বেশকিছু সীমান্ত পাড়ি দিতে চাওয়া মানুষকে ইইউতে প্রবেশের আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে চারজন মরক্কোর নাগরিক আছেন, যাদের নরওয়ে সীমান্তে আটকানো সম্ভব হয়েছে। তাদের প্রত্যেককে ২৭ ইউরো বা ২৭০০ টাকার সমপরিমাণ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist