আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জুন, ২০১৮

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ১৬

সিরিয়ার ইদলিবে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। হোয়াইট হেলমেটসখ্যাত সিরিয়ার সিভিল ডিফেন্স জানায়, হতাহতদের মধ্যে একজন মেয়েশিশুও ছিল। বিদ্রোহী নিয়ন্ত্রিত বিনিশ, রাম হামদান ও তাফতানাজ গ্রামের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হবে। তাফতানাজের অধিকারকর্মী মোহাম্মদ আবু আল-আমিন বলেন, প্রায় ২ ঘণ্টা ধরে এ হামলা চলে। তিনি বলেন, শহরের বেশির ভাগ ভবনকেই লক্ষ্য করা হয়। এর মধ্যে আল-নূর হাসপাতাল ও একটি আবাসিক ভবনও ছিল। সেখানে সবাই এখন মৃত। রোববার সকাল পর্যন্ত সিরীয় সরকারি বাহিনী ও জঙ্গিগোষ্ঠী হায়েত তাহরির আল শাম লড়াই করে। এতে ছয়জন সরকারি সেনা ও তিনজন বিদ্রোহী মারা যান। সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দাবি করে, তাহরি আল শামের সেনারা গ্রামে প্রবেশ করেছে।

আট বছর ধরে ?গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় প্রায়ই এমন হামলা চলে। সর্বশেষ গত শুক্রবার ইদলিবে রুশ বিমান হামলায় অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন ৬০ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist