আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জুন, ২০১৮

শিশুদের বলি

৫০টিরও বেশি শিশুর কঙ্কাল উদ্ধার করলেন প্রতœতত্ত্ববিদরা। তাদের ধারণা, ধর্মীয় আচার-আচরণ পালনের জন্যই ওই শিশুদের বলি দেওয়া হয়েছিল। শিশুদের এই কঙ্কালগুলো উদ্ধার হয়েছে বর্তমান পেরুর উত্তর দিকের সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে। কলম্বিয়ান যুগের আগে চিমু সংস্কৃতির মানুষ এই বলি দিত বলে প্রতœতত্ত্ববিদরা জানিয়েছেন। এর আগেও ১৪০টি শিশুর দেহাংশ উদ্ধার করা হয়, যাদের খুন করে পুুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি পাওয়া শিশুদের দেহাংশ দেখে বোঝা গেছে যে, ধর্মীয় রীতির কারণেই তাদের প্রাণ উৎসর্গ করা হয়েছিল। প্রতœতত্ত্ববিদ গাবরিয়েল প্রিয়েটো বলেন, ‘?চিমু সংস্কৃতিতে বিশ্বাসী মানুষরাই শিশুদের বলি দিয়েছে। এখনো পর্যন্ত ৫৬টি দেহাংশ উদ্ধার হয়েছে। অন্যদিকে হুয়ানচাকিতো থেকেও ১৪০টি দেহাংশ পাওয়া গেছে। সংখ্যাটা ক্রমেই বাড়ছে এবং মনে করা হচ্ছে একই কারণে শিশুদেরকে বলি দেওয়া হয়েছিল।’? পেরুর তৃতীয় সবচেয়ে বড় শহর ট্রুজিল্লোর হুয়ানচাকোর পামাপা লা ক্রুজ অঞ্চল থেকে ১৪০টি দেহাংশ উদ্ধার হয়। গাবরিয়েল প্রিয়েটো জানান, শিশুদের দেহাংশ দেখে বোঝা যাচ্ছে শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে হবে। শিশুদের দেহাংশগুলো তুলোয় মুড়ে সমুদ্রের দিকে করে পুঁতে রাখা ছিল।

প্রত্নতত্ত্ববিদদের কাছ থেকে জানা গেছে, হুয়ানচাকোর চিমু সম্প্রদায়ের মানুষ এরকমভাবেই শিশুদের বলি দেয় শুধুমাত্র কিছু ধর্মীয় বিশ্বাসের জন্য। শিশুদের বুকের পাঁজরের হাড় কেটে তাদের বুক উন্মুক্ত করে পুঁতে দেওয়া হয়েছিল। ৫৫০ বছর আগের এই দেহাংশ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগেও ২০১১ সালেও ৩,৫০০ বছর পুরনো এক মন্দির থেকে ৪২ জন শিশু এবং ৭৬ জন লামার দেহাংশ উদ্ধার হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist