আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুন, ২০১৮

নাচের ফাঁকে গুলি

এফবিআই এজেন্টের পিস্তল থেকে গুলি বেরিয়ে আহত এক ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডোর ডেনভারে ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি অনুষ্ঠানে নাচছিলেন ওই এফবিআই এজেন্ট। ঘটনার সময় যদিও তিনি কর্তব্যরত ছিলেন না। তবে ওই এজেন্টের সঙ্গেই ছিল তার সার্ভিস রিভলবারটি। নাচার সময় তার পকেট থেকে রিভলবারটি মাটিতে পড়ে যায়। সেই সময়েই চলে গুলি। সেই গুলি গিয়ে লাগে পাশের এক ব্যক্তির পায়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর হলেও, প্রাণহানির আশঙ্কা নেই। কেন কর্তব্যরত অবস্থায় না থাকলেও সঙ্গে রিভলবার রেখেছিলেন ওই এজেন্ট, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এই প্রশ্নও উঠছে, কেন রিভলবারের সেফটি ক্যাপ (?যা দেওয়া থাকলে অসাবধনতাবশত রিভলবার থেকে গুলি চলতে পারে না)? কেন সক্রিয় করেননি? প্রাথমিকভাবে ওই এজেন্টকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে এই দুর্ঘটনা অনিচ্ছাকৃত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist