আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জুন, ২০১৮

সমাজতন্ত্রী পেদ্রো সানচেজ স্পেনের নতুন প্রধানমন্ত্রী

স্পেনের সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্রো সানচেজ গত শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগের দিন রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় পদচ্যুত হন। রাজধানী মাদ্রিদের রাজকীয় প্রাসাদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্যপাঠ করান রাজা ফেলিপে।

আধুনিক স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো বাইবেল বা ক্রুশবিদ্ধ ?যিশুমূর্তি ছাড়াই স্পেনের সংবিধান রক্ষার শপথ নিয়েছেন নাস্তিক সানচেজ।

আগামী দুই বছর স্পেনীয় পার্লামেন্টের অবশিষ্ট মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পরিকল্পনা করেছেন ৪৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। সদ্য ক্ষমতাচ্যুত দল পিপলস পার্টি (পিপি) বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় দলটির নেতা সাবেক প্রধানমন্ত্রী রাখয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) নেতা সানচেজ। পার্লামেন্টের অন্য ছয়টি বিরোধী দলও অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। এতে রক্ষণশীল রাখয় সরকারের পতন ঘটে। রাখয় স্পেনের চার দশকের গণতন্ত্রের ইতিহাসে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে এখন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন সানচেজ এবং আগামী সপ্তাহে তাদের নাম ঘোষণা করবেন। এদিকে একই দিন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার নতুন আঞ্চলিক সরকারও শপথ নিয়েছে। এর মাধ্যমে অঞ্চলটির ওপর সাত মাস ধরে চলা মাদ্রিদের সরাসরি শাসনের অবসান হয়েছে।

কাতালোনিয়ার নতুন প্রেসিডেন্ট কুয়িম তোরা ক্ষমতাচ্যুত সাবেক বিচ্ছিন্নতাবাদী প্রেসিডেন্ট কার্লেস পুজেমনের ঘনিষ্ঠ মিত্র। শপথ নেওয়ার পর তোরা জানিয়েছেন কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগ চালিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist