আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন, ২০১৮

গাজা সীমান্তে সহিংসতা

জাতিসংঘের নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

গাজা সীমান্তে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বল প্রয়োগ ও সহিংসতার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা এক প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার কুয়েতের করা খসড়া নিন্দা প্রস্তাবে রাশিয়া, চীন, ফ্রান্সসহ ৯টি সদস্য দেশ সমর্থন জানালেও ওয়াশিংটনের আপত্তিতে তা কার্যকর করা যায়নি।

গাজায় সংঘর্ষের জন্য হামাসকে দায়ী করে একই দিন পাল্টা নিন্দা প্রস্তাবও এনেছিল যুক্তরাষ্ট্র; যদিও তাদের খসড়াটি কোনো দেশেরই সমর্থন পায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই ভোটের এই বৈসাদৃশ্যের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, একতরফাভাবে কেবল ইসরায়েলের ওপর দোষ চাপাতে গিয়ে জাতিসংঘ হামাসের দায় দেখছেই না। জাতিসংঘ যে ইসরায়েলের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, এটা এখন পুরোপুরি স্পষ্ট। মার্চের শেষ সপ্তাহ থেকে গাজা সীমান্ত বরাবর শুরু হওয়া ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে তেলআবিবের সহিংস আচরণের প্রতিবাদ জানিয়ে এর আগেও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের শক্ত অবস্থানের কথা প্রকাশ করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist