আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুন, ২০১৮

হামাসের বিরুদ্ধে মার্কিন নিন্দা প্রস্তাব আটকে দিল কুয়েত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত নিন্দা প্রস্তাবটি কুয়েতের আপত্তিতে আটকে গেছে। মঙ্গলবার ইসরায়েলে রকেট হামলার কারণে হামাসের বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। তবে কুয়েত এই নিন্দা প্রস্তাবে সম্মতি দেয়নি।

ইসরায়েলে হামাসের হামলার পর নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন নিকি হ্যালি। পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫টি সদস্য রাষ্ট্রের সম্মতি থাকতে হয়। কুয়েতের আপত্তির কারণে নিন্দা প্রস্তাবটি গৃহীত না হওয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি হতাশা ব্যক্ত করেছেন। তিনি এই ঘটনাকে ‘গর্হিত’ এবং জাতিসংঘকে ‘বিচ্ছন্ন’ বলে আখ্যায়িত করেন। বলেন, আমাদের মধ্যে কে আছেন যিনি দেশে ৭০টি রকেট হামলাকে মেনে নেবেন? হামাসের হামলার নিন্দা জানালেও গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নিহতের ঘটনাকে আত্মরক্ষার অংশ বলে আখ্যায়িত করেছেন এই মার্কিন কূটনীতিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist