আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুন, ২০১৮

পরিবারে ঠাঁই নেই মুসলিম ও ইহুদিদের

নতুন এক জরিপ বলছে, ইহুদি ও মুসলিমদের পরিবারের সদস্য হিসেবে মানতে নারাজ ইউরোপের অনেক অধিবাসী। এমনকি জার্মানরাও। গবেষণা বলছে, প্রতি তিনজনের একজন জার্মান কোনো মুসলমানকে এবং পাঁচজনের একজন কোনো ইহুদিকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে নারাজ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত এই গবেষণাটি এমন একটি সময় প্রকাশিত হলো যখন মুসলিম ও ইহুদিবিরোধী মনোভাব জার্মানিতে বাড়ছে।

যাদের নিয়ে জরিপ করা হয়েছে, তাদের ১৯ ভাগ জানিয়েছেন যে, তারা কোনো ইহুদিকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন না। ইউরোপের ১৫টি দেশে গবেষণাটি চালানো হয়েছে। সেখানে ইহুদিবিরোধী মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে ইতালিতে ২৫ ভাগ। এরপর ব্রিটেনে ২৩ ভাগ একং অস্ট্রিয়ায় ২১ ভাগ। সবচেয়ে কম পাওয়া গেছে নেদারল্যান্ডস ও নরওয়েতে ৩ ভাগ।

অন্যদিকে, পরিবারে মুসলিম সদস্য গ্রহণ করতে অনীহা দেখিয়েছেন জরিপের আওতাধীন ৩৩ ভাগ জার্মান। ইতালি ৪৩ ভাগ, ব্রিটেন ৩৬ ভাগ ও অস্ট্রিয়া ৩৪ ভাগ এ ক্ষেত্রেও এগিয়ে।

জার্মান ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে এই পরিসংখ্যানে ব্যাপক ফারাক দেখা গেছে। ক্যাথলিকদের অর্ধেকেরও বেশি মুসলিমদের পরিবারে নিতে নারাজ। অন্যদিকে, প্রটেস্ট্যান্টদের ১৬ ভাগ মাত্র মুসলিমদের প্রতি অনীহা দেখিয়েছেন।

সার্বিকভাবে ফলাফলে দেখা গেছে, ধর্মচর্চা করুক আর না করুক খ্রিস্টান ধর্মাবলম্বীরা, যারা ধর্ম মানেন না, তাদের চেয়ে বেশি মুসলিম, ইহুদি ও অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist