আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুন, ২০১৮

নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উ. কোরীয় প্রতিনিধির বৈঠক

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠকের আগে নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন উত্তরের শীর্ষ নেতার ‘ডানহাত’ খ্যাত জেনারেল কিম ইয়ং চোল।

চীন থেকে উড়ে গিয়ে যুক্তরাষ্ট্রে নামার পর বুধবার চোল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খেয়েছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০০০ সালের পর দুই দশকের মধ্যে চোলই হলেন যুক্তরাষ্ট্র সফর করা উত্তর কোরিয়ার শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা। সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ১২ জুনের শীর্ষ বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন ও পিয়ংইয়ং পূর্ব নির্ধারিত সময়েই ওই বৈঠক আয়োজনের জন্য নতুন প্রস্তুতি শুরু করেছে। ওই বৈঠক নিয়ে কথা বলতেই উত্তরের সাবেক গোয়েন্দাপ্রধান চোলের এবারের যুক্তরাষ্ট্র সফর বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পম্পেও ও জেনারেল কিম আলাদা আলাদাভাবে এসে জাতিসংঘ সদও দফতরের কাছে একটি ভবনে একত্রিত হন। সেখান থেকে বের হয়ে পরে পম্পেও ‘আমেরিকান বিফ’ থাকায় রাতের খাবার ‘সুস্বাদু’ ছিল বলে মন্তব্য করেন। চোলের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা গুছিয়ে নিচ্ছিলেন বলেও জানিয়েছে বিবিসি। ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক ঘিরে দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমে রোববার থেকে ধারাবাহিক আলোচনা চালাচ্ছেন উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই ও দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সুং কিম। এদিকে, জো হাগিনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতার চিফ অব স্টাফ কিম চাং-সনের সঙ্গে শীর্ষ সম্মেলনের খুঁটিনাটি নিয়ে কথা বলছেন বলে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist