আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মে, ২০১৮

১৯৭০-এর নির্বাচনের পর আবার তলোয়ার মার্কায় পিপিপি

পাকিস্তান পিপল’স পার্টি বা পিপিপি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তলোয়ার মার্কাকে নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করেছে। দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ প্রতীক বরাদ্দ দিয়েছে।

প্রতীক বরাদ্দের বিষয়টি পাক নির্বাচন কমিশন আজ (মঙ্গলবার) নিশ্চিত করেছে। ১৯৭০ সালে পিপিপি অবিভক্ত পাকিস্তানে তলোয়ার প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। কিন্তু পরে দেশটির নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীকের তালিকা থেকে তলোয়ারকে বাদ দেয়। এরপর থেকে দলটি তীর মার্কা নিয়ে নির্বাচন করে আসছে। এবারের নির্বাচনে ৭০টির বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এসব দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগ প্রথাগতভাবে সিংহ প্রতীক পেয়েছে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম-পাকিস্তান পেয়েছে ঘুড়ি মার্কা আর ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই পেয়েছে ব্যাট মার্কা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist