আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে, ২০১৮

দরজার হাতলে সাপ!

দরজার হাতলে পেঁচিয়ে রয়েছে একটি কালো সাপ। দেহটা তুলে ধরে মুখটা মাঝে-মধ্যে কাচের দরজায় রেখে ভেতরটা জরিপ করে নিচ্ছে। পর মুহূর্তেই ফের হাতলের ফাঁকে গুঁজে দিচ্ছে মাথাটা। কখনো আবার তার দিকে ভয়ার্ত মুখে চেয়ে থাকা চেহারাগুলোতেও উঁকি মারছে। কিন্তু কোনোভাবেই হাতল ছাড়ছে না। ভাবটা এমন, যেন ঘরের ভেতরে যেতে গেলে তার অনুমতি নেওয়াটা মাস্ট! সম্প্রতি আমেরিকার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিংয়ের সদর দফতরের কর্মীদের এই অভিজ্ঞতা হয়েছে। সাপের দরজার হাতলে পেঁচিয়ে থাকার এই ভিডিওটি ভাইরাল রয়েছে। মাত্র ১৮ সেকেন্ডের ওই ভিডিও ১৩ লাখ ভিউ এবং ১৭ হাজারবার শেয়ার হয়েছে।

এই ঘটনার পর ওই রেসিং ইনস্টিটিউটে সাপের আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে যে, জো গিবস রেসিং সংস্থা ওই বহুতলেই আর না ঢোকার মনস্থির করেছে। ভিডিওটি পোস্ট করে জো গিবস রেসিং তার নিচে ক্যাপশন দিয়েছে, ‘না, আমরা একটা নতুন রেস শপ চাই। এখানে আর না।’

এবার ভাবুন, দরজার এপারে যদি আপনি থাকতেন তাহলে আপনার অবস্থাও কি জো গিবস রেসিংয়ের মতো হতো না?

তবে একটাই ভালো যে, ভেতরে ঢোকার জন্য এটা ছাড়াও আরো একটা দরজা রয়েছে। জো গিবস রেসিংয়ের সোশ্যাল মিডিয়া ডিরেক্টর শার্লট বলেন, ‘২০ মিনিট সাপটি একইভাবে দরজা আগলে বসে ছিল। সে সময়ে অন্য দরজা দিয়ে মানুষ ভেতরে প্রবেশ করেন। তবে সাপটি চলে যাওয়ার পরও একটা অস্বস্তি রয়ে গিয়েছিল।’ ওই দরজায় কেউ স্পর্শ করেননি। একটা কাঠের টুকরো দিয়ে ঠেলে দরজা খোলা হচ্ছিল, জানান শার্লট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist