আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে, ২০১৮

ব্রিটেনে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে গুপ্তচর হওয়ার ডাক

৩৬ সেকেন্ডের একটি বিজ্ঞাপন। শুরুটা দেখে মনে হবে যেন জেমস বন্ড সিনেমার কোনো উত্তেজনাকর দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে।

বিশাল আকৃতির হাঙর সাঁতরে বেড়াচ্ছে নীল রঙের পানিতে। রহস্যময় আবহসঙ্গীত শোনা যাচ্ছে।

কিন্তু তারপর দেখা গেল, একজন নারী তার শিশুকে নিয়ে গেছেন লন্ডনের একটি অ্যাকুরিয়ামে।

বিজ্ঞাপনে এটাই বলার চেষ্টা করা হয়, ‘গুপ্তচর মানেই হাঙরের সামনে বাহাদুরি দেখানো নয়। আমরা গুপ্তচর, কিন্তু আমরা আপনাদের মতই সাধারণ মানুষ।’

১১০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো গোয়েন্দা নিয়োগে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স। সংস্থাটির প্রধান অ্যালেক্স ইয়ঙ্গার বলছেন, ‘আমরা এমন মানুষজনকে গোয়েন্দা হিসেবে চাই যারা জীবনে কখনো এমন পেশায় যাওয়ার কথা চিন্তাও করেননি।’ সিনেমায় যেভাবে দেখানো হয়, যেমন জেমস বন্ডের কথাই ধরুন। ঠান্ডা মেজাজের এক সুপুরুষ, দারুণ পোশাকে বিশ্বের সবচেয়ে আধুনিক সব যন্ত্রপাতি আর অস্ত্র নিয়ে মুখোমুখি হচ্ছেন ভিলেনের। গোপনে তার কার্যক্রম রক্ষা করল পৃথিবীকে। বা তার কারণে বদলে গেল পৃথিবীর গতি ইত্যাদি। সিনেমার কারণে গোয়েন্দা শব্দটির সঙ্গে যে রোমাঞ্চকর অনুভূতি জড়িয়ে রয়েছে, সেজন্য হয়তো বহু মানুষ এই পেশায় যোগ দিতে চান। কর্মকর্তারা বলছেন, সম্প্রতি ব্রিটেনের একটি নিরিবিলি শহরে রাশিয়ান একজন সাবেক গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ গ্যাস দিয়ে হত্যাচেষ্টার খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর থেকে সেখানে এমআইসিক্সে চাকরিতে আবেদনের পরিমাণ ব্যাপক বেড়ে গেছে। তবে তারা বলছেন, জেমস বন্ড হয়ে উঠতে চাইলে হবে না। তারা একজন সফল গুপ্তচরের খোঁজ আরো বিস্তৃত করবেন।

সিনেমায় যা দেখা যায় বাস্তব তার ভিন্ন। গুপ্তচররা সমাজেরই মানুষ।

বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের আকৃষ্ট করতে চাইছে এমআইসিক্স।

কারণ সর্বশেষ ২০১৬ সালের তথ্যমতে, সংস্থাটিতে কৃষ্ণাঙ্গ, এশিয়ান বংশোদ্ভূত মানুষজন এবং নারীদের সংখ্যা খুব কম। পেশার কথা যখন ওঠে তখন এর বেতন-ভাতা একটা বড় বিষয়। ব্রিটেনে একজন ইন্টেলিজেন্স অফিসারের বেতন শুরুর দিকে বছরে ৩৫ থেকে ৩৭ হাজার পাউন্ড। লন্ডনে এমআইসিক্সের প্রধান কার্যালয়ের ভবনটি বাইরে থেকে। তবে তাকে নিয়োগের আগে ব্যাপক পরিমাণে যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কেননা রাষ্ট্রের নিরাপত্তার গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে তাকে কাজ করতে হবে। অথবা এমন অনেক তথ্য থাকবে তার হাতের নাগালে। আগে ব্রিটেনে গোয়েন্দা হতে হলে প্রার্থী খাঁটি ব্রিটিশ কিনা এমন প্রমাণ করতে হতো। আবেদনকারীর বাবা-মায়ের সেখানে জন্ম বাধ্যতামূলক ছিল। তবে এই ধারায় পরিবর্তন আসছে। অ্যালেক্স ইয়ঙ্গার বলছেন, সংস্থায় কর্মীদের মধ্যে বৈচিত্র্য আনতে জাতীয়তাবিষয়ক ধারা শিথিল করা হচ্ছে। টিভিতে যে বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছে এমন আরো অনেক বিজ্ঞাপন ব্রিটেনের টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এমআইসিক্স।

জেমস বন্ড চরিত্রটি সংস্থাটির ইমেজ সারা বিশ্বে পৌঁছে দিলেও সমাজের সাধারণ মানুষজনকেই তারা গোয়েন্দা হিসেবে চান।

যে সহজেই মিশে যাবে সমাজে অন্য সবার সঙ্গে। যাকে দেখে হয়তো আপনার মনেই হবে না ঘটনার আড়ালে তার ভূমিকা কীভাবে আপনার জীবনে প্রভাব রাখছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist