আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মে, ২০১৮

উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে দেরির আশঙ্কা ট্রাম্পের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠক আগামী মাসে না-ও হতে পারে বলে জোরাল আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বৈঠকের জন্য উত্তর কোরিয়াকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। তা না হলে বৈঠক আরো দেরি হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে এমন কথা বলেন ট্রাম্প।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের কথা ছিল। গত এপ্রিলে দুই কোরিয়ার নেতাদের মধ্যে এক ঐতিহাসিক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু অস্ত্র ত্যাগ করতে জোর দিলে তারা বৈঠক বাতিল করবে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে গত ১৬ মে’র শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে উত্তর কোরিয়া। দাবি করে, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করা হয়। সিঙ্গাপুরে ওই বৈঠক হওয়ার কথা।

এই বৈঠকের জন্য উত্তর কোরিয়াকে কী শর্ত দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। একজন সাংবাদিক বিষয়টি জানতে চাইলে ট্রাম্প বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ অবশ্যই সম্পন্ন হতে হবে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, কী হয় আমরা তা দেখব। তিনি বলেন, আমাদের নিশ্চিতভাবে কিছু শর্ত রয়েছে আর আমার মনে হয়, তা পূরণ করা হবে। যদি তা না হয়, বৈঠকও হবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মাসে দ্বিতীবার চীন সফরের পর থেকেই কিম জং উনের আচরণ বদলে গেছে।

একই দিন এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আরো ইতিবাচক অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ১২ জুন তারিখ নিয়েই কাজ করে যাচ্ছে। তিনি উত্তর কোরিয়াকে চাপ দেওয়ার ‘ঐতিহাসিক সহায়তা’র জন্য চীনের প্রশংসা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist