আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মে, ২০১৮

পাকস্থলীতে ১০৬ কোকেন ক্যাপসুল

একজন মহিলার পেটের ভেতর থেকে পাওয়া গেছে ১০৬টি ক্যাপসুল।

ভারতের পুলিশ বলছে, একজন নারীর পাকস্থলী থেকে তারা সফলভাবে ১০৬টি কোকেন ক্যাপসুল বের করে এনেছে। ব্রাজিল থেকে সে এভাবে মাদক বহন করে এনেছিল বলে পুলিশ ধারণা করছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে গত সপ্তাহে রাজধানী দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া মাদকের মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন রুপির মতো।

কোকেন ক্যাপসুল বের করে আনার জন্য ওই মহিলাকে গত সপ্তাহে হাসপাতালে ল্যাক্সাটিন ওষুধ দেওয়া হয়েছিল বলে খবরে বলা হয়েছে। পুলিশের ধারণা, ব্রাজিলের সাও পাওলোতে ওই নারীর পাকস্থলীতে মাদক প্রবেশ করা হয়। এরপর তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল ভারতে একজন নাইজেরীয় নাগরিকের কাছে কোকেনগুলো পৌঁছে দেওয়ার জন্য। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেন, এ পর্যন্ত কোনো মানুষের শরীর থেকে বের করে আনা সবচেয়ে বেশি সংখ্যায় কোকেন ক্যাপসুল উদ্ধারের ঘটনা এটাই। এগুলো কলম্বিয়ার উচ্চমাত্রাসম্পন্ন কোকেন। বিভিন্ন স্থানে যেসব সস্তা কোকেন পাওয়া যায়, সেগুলোর মতো নয় এই ক্যাপসুলগুলো। পুলিশ এখন সেই নাইজেরীয় নাগরিককে খুঁজছে, যার কাছে ওই নারীর এসব মাদক পৌঁছানোর কথা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist