আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মে, ২০১৮

হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়ল স্কুলঘরের ওপর!

মার্কিন একটি সামরিক হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়েছে টেক্সাসের আল পাসোর একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার সময় পার্কল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের ওপর গিয়ে পড়ে মার্কিন গোলাবারুদের বাক্স। এ বিষয়ে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো খবরে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে এটি ফেলা হয়েছে। কিন্তু অন্য খবরে ভিন্ন দাবি করা হয়েছে, হেলিকপ্টার থেকে খসে পড়েছে এটি।

ওই এলাকার বিদ্যালয় কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছে, ওই দিনের মতো ক্লাস শেষ হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোলাবারুদবোঝাই ভারী বাক্স পড়ে একটি ক্লাসের ছাদের কিছু ক্ষতি হয়েছে। পাশাপাশি ওই দিকের বিদ্যালয় ভবনেও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল।

হেলিকপ্টারটি ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটি থেকে আকাশে উড়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।

এর আগে, জাপানের ওকিনওয়ায় তিন দফা এমন ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বিমান থেকে নানা জিনিসসহ ধাতব-ফ্রেমের জানালা জাপানি স্কুলের ওপর খসে পড়েছে। এতে ওই এলাকায় মার্কিন ঘাঁটির পাশে অবস্থিত একটি স্কুল সর্বোচ্চ সতর্ক অবস্থা ঘোষণা করা হয়। মার্কিন সামরিক হেলিকপ্টারকে স্কুলের দিকে আসতে দেখে ফেব্রুয়ারি থেকে অন্তত ৩০০ বার ছাত্রদের আশ্রয় নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist